পাটুয়ারটেক সমুদ্র সৈকত
লেখকঃ এডমিন, লার্নিং এন্ড ট্রাভেলিং গ্রুপ
তারিখঃ ২২ অক্টোবর, ২০২৪
প্রবাল পাথরে সমৃদ্ধ পাটুয়ারটেক সমুদ্র সৈকতটি কক্সবাজার থেকে মাত্র ২৭ কিলোমিটার দূরে অবস্থিত একটি নির্জন সমুদ্র সৈকত । কক্সবাজার থেকে যেতে সময় লাগে মাত্র ১ ঘন্টা ! এই লেখাটিতে আলোচনা করবো কক্সবাজার থেকে কিভাবে পাটুয়ারটেক সমুদ্র সৈকতে যাবেন এবং কোন সময়ে গেলে আপনার পয়সা উসুল ট্যুর হবে।
তাহলে সম্পূর্ণ লেখাটি পড়তে থাকুন । পড়া শেষে ইনফরমেটিভ মনে হলে আমাদের পেইজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইভ করার জন্য অনুরোধ রইলো। তাছাড়াও প্রয়োজনীয় তথ্যের জন্য কমেন্টস করতে পারেন।
ভিডিওঃ পাটুয়ারটেক সমুদ্র সৈকত
পাটুয়ারটেক সমুদ্র সৈকতঃ
কক্সবাজারের কলাতলী থেকে মেরিন ড্রাইভের অপার সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের যাত্রা শুরু হলো সকাল ৭ টায় পাটুয়ারটেক সমুদ্র সৈকত ভ্রমণের উদ্দেশ্যে। পাটুয়ারটেক যাত্রাপথে রাস্তার ঠিক পূর্বপাশে আপনি দেখতে পাবেন টারশিয়ারী যুগের সুউচ্চ পাহাড়ের উপর সবুজের আলপনা আর পশ্চিম দিকে দেখতে পাবে সুনীল সাগরের বিশাল জল রাশি। পাহাড় ও সুনীল সমুদ্রের এই দর্শন কেবল মাত্র মেরিন ড্রাইভেই পাওয়া যায়। মেরিন ড্রাইভ সড়কের দর্শনীয় স্থানসমূহ ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে একটি পূণাঙ্গ ভ্রমণ গাইড নিচের ভিডিও লিংক থেকে দেখে আসতে পারেন।
ভিডিওঃ মেরিন ড্রাইভের সকল দর্শনীয় স্থানসমূহYou can also visit my channel and watch other videos to get more complete travel guides. Anyway, ভ্রমণ বিলাসীরা যদি সিন্ধ সতেজ নির্মল সাগরে বাতাস অনুভব করতে চায় তাহলে অবশ্যই যেতে হবে পাটুয়ারটেক সমুদ্র সৈকতে। এই সমুদ্র সৈকতের অন্যতম আকর্ষণ হলো এতে প্রচুর প্রবাল পাথর রয়েছে যা সেন্টমার্টিনের কথা মনে করিয়ে দিবে আপনাকে। তাছাড়াও পাটুয়ারটেক সমুদ্র সৈকতের কিছু কিছু জায়গায় দেখা মেলে বিভিন্ন আকারের নুড়ি-পাথর এবং লাল কাঁকড়ার ঝাঁক।
আপনি পায়ে হেটেই পুরো সমুদ্র সৈকত ভ্রমণ করতে পারবেন তবে রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জনের জন্য ভাড়ার বিনিময়ে অনেকেই বেছে নেন কোয়াড মোটরগাড়ি। কেউ কেউ আবার ঘোড়ায়ও চড়ে থাকেন। কোয়াড গাড়ির ভাড়া সর্বনিম্ন ২০০ টাকা থেকে শুরু। মূলত কত সময় চড়বেন তার উপর ভিত্তি করেই ভাড়া নির্ধারিত হয়। আলোচনা করেই কোয়াড গাড়ি বা ঘোড়াতে চড়বেন।
পাটুয়ারটেক সমুদ্র সৈকত ভ্রমণের আর্দশ সময়ঃ
পাটুয়ারটেক সমুদ্র সৈকতটি ঘুরে বেড়ানোর জন্য আর্দশ্য সময় হলো খুব সকাল বা পড়ন্ত বিকেল। সমুদ্রের সৌন্দর্য নিয়ে ইংরেজিতে প্রচলিত আছে যে- "Dance with the waves, move with the sea, let the rhythm of the water set your soul free" । অর্থাৎ ঢেউয়ের সাথে নাচুন, সমুদ্রের সাথে চলুন, জলের ছন্দ আপনার আত্মাকে মুক্ত করবে...
বিশ্রাম নেওয়ার রেস্ট বেডঃ
পাটুয়ারটেকে আপনারা সেন্টমার্টিন বা কক্সবাজারের মতো বসার জন্য চেয়ার পেয়ে যাবেন। ঘন্টা প্রতি ভাড়া নিবে ৩০ টাকা। সমুদ্রতীরে বসে সূর্যাস্ত দেখতে পারেন কিংবা সমুদ্রের গর্জন শুনতে পারেন। এটি আপনার মনে প্রশান্তি এনে দিবে।
পাটুয়ারটেক সমুদ্র সৈকতের মনোরম সৌন্দর্যঃ
সমুদ্রের সৌন্দর্য উপভোগের পাশাপাশি পাটুয়ারটেকে আমরা দেখেছি ব্যস্ত জেলেদের জীবন, রঙিন সাম্পান এবং নানান বয়সের পর্যটকদের আনন্দ উল্লাস। পাটুয়ারটেক ভ্রমণে আমার যে উপলব্ধি হলো, প্রত্যেক ভ্রমণপিপাসু মানুষের উচিত জীবনে একবার হলেও সমুদ্র দর্শনে যাওয়া, কেননা সমুদ্রের কাছে গেলে মনের বিশালতা বুঝা যায়।
পরামর্শ থাকবে অবশ্যই মেরিন ড্রাইভের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখবেন। কেউ চাইলে অনায়াসে শুধুমাত্র কক্সবাজারেই এক সপ্তাহ ঘুরে দেখতে পারেন। কক্সবাজার-মেরিন ড্রাইভের লুকায়িত সৌন্দর্যে আপনি নিশ্চয়ই মুগ্ধ হবেন।
যাতায়াত খরচঃ
আমরা ৫ জনের টিম হওয়ায় একটি রিজার্ভ সিএনজি নিয়েছিলাম ৩০০০ টাকায় সারা দিনের জন্য । শুধুমাত্র পাটুয়ারটেক ভ্রমণে রিজার্ভ সিএনজির ভাড়া পড়বে ৮০০-১০০০ টাকা।
পরামর্শঃ
আপনাদের জন্য পরামর্শ হলো পাটুয়ারটেক ভ্রমণের ইচ্ছে থাকলে সারাদিনের জন্য সিএনজি বা অটো গাড়ি রিজার্ভ করুন যাতে মেরিন ড্রাইভের অনন্ত ৪-৫ টি আকর্ষণীয় স্থান ভ্রমণ করতে পারেন। ৪-৫ টি আকর্ষণীয় স্থান ভ্রমণ করতে চাইলে পরামর্শ হলো খুব সকালে রওয়ানা হয়ে চলে যান শামলাপুর সমুদ্র সৈকতে। কক্সবাজার থেকে এর দূরত্ব ৫৫ কিলোমিটার। তার পর সেখান থেকে ফিরতি পথে ঘুরে দেখবেন পাটুয়ারটেক সমুদ্র সৈকত, ইনানী সমুদ্র সৈকত, দরিয়ানগর প্যারাসেইলিং পয়েন্টস ইত্যাদি। শামলাপুর ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে আমার একটি পূণাঙ্গ ভ্রমণ গাইড দেখে আসতে পারেন নিচের ভিডিও লিংক থেকে।
তাছাড়াও যেকোন ভ্রমণ অভিজ্ঞতা পেতে চাইলে কমেন্টস করুন।
________________________________________________________________________________________________________
লেখাটি ভালো লাগলে কমেন্ট করতে পারেন এবং এইরকম গোছানো নতুন নতুন ভ্রমণ অভিজ্ঞতা পেতে চাইলে আমাদের YouTube চ্যানেল- Learning and Traveling ক্লিক করে Subscribe করতে পারেন। কোন পরামর্শ থাকলে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।
লেখাটি ভালো লাগলে কমেন্ট করতে পারেন এবং এইরকম গোছানো নতুন নতুন ভ্রমণ অভিজ্ঞতা পেতে চাইলে আমাদের YouTube চ্যানেল- Learning and Traveling ক্লিক করে Subscribe করতে পারেন। কোন পরামর্শ থাকলে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।
No comments